SABASH BHF FAQ | UKBC
top of page

Frequently Asked Questions

*Freequently Asked Questions for UKBC, UKBC র সাথে জড়িয়ে থাকা ৩৪ টি প্রশ্ন, যেগুলি TEAM - UKBC সম্মুখীন হয়*। Last reviewed and updated on 8th May 2023 

 

Frequently asked questions (FAQ )for UKBC - LONDON 2023

১) *UKBC র পুরো নাম কি*?
United Kingdom Bengali Convention.

২) *Is UKBC a Registered Charity*?

UKBC is a registered charity with Charity Number 1185883, We have Charity Bank accounts, আমরা England এর Charity Commission এর কাছে বাৎসরিক হিসাব-নিকাশ পেশ করি, এবং আমাদের কাজের বাৎসরিক রিপোর্ট ও জমা দিই।

৩) *UKBC র aims and purpose*?

UK র সবকটি  বাংলা সাংস্কৃতিক দল গুলি (Bengali Community Groups) কে, একটি জায়গায় এনে, একসাথে মিলে বছরে একটি বঙ্গ-সাংস্কৃতিক সম্মেলন আয়োজন করা, যেখানে বাংলা শিল্প, ব্যবসা, বাণিজ্য, বই-মেলা, কেনা-বেচা, খাওয়া-দাওয়া এবং বাংলা ভাষায় নাচ,গান,নাটক,আবৃত্তি,অভিনয়, চলচ্চিত্র, আড্ডা, তর্ক, বিতর্ক চলবে।

৪) *UKBC র অনুষ্ঠান কোথায়  হবে*?

UK র যে কোনো শহরেই হতে পারে। এইভাবে প্রতি বছর turn নিলে UK র বিভিন্ন শহর গুলি host করার সুযোগ পাবে। কাজের ও share করা হবে।  Olympics এর মডেল এর মতো কাজ করবে, কোনো একটা জায়গায় তাহলে চাপ পড়বে না। 

৫) *UKBC কি কোনো দুর্গা পুজো কি ঈদ celebration Group*?

না।

৬) *UKBC কি কোনো সাংস্কৃতিক গ্রুপ* ?  *UKBC কি কোনো বাংলা ভাষা শেখার গ্রুপ* ?


না।

৭) *UKBC কি কোনো Facebook Group*?

না। কিন্তু social media র  ব্যবহারিক কারণে UKBC Facebook group, page, instagram, twitter এবং অন্যান্য প্ল্যাটফর্ম থাকতে পারে।

৮) *UKBC র কি কোনো নিজস্ব ইভেন্ট আছে*?

UK র সকল বাঙালী দল গুলিকে, একজায়গায় এনে, সবাইকে দিয়ে বছরে একটি conference style setting "গণ - অনুষ্ঠান" চালানোই UKBC র একমাত্র ইভেন্ট, এছাড়া UKBC র অন্য কোনো ইভেন্ট নেই। দরকারে UKBC humanitarian ground fundraising করতে পারে।

৯) *হঠাৎ কেন UKBC* ?

লন্ডন এবং যুক্তরাজ্যে, দুই বাংলা (Bengal and Bangladesh) মিলে, অনেক বড়ো এবং ভালো অনুষ্ঠান করে।  সবাই সারা বছর যেরকম ছোট, বড়ো, বিখ্যাত অনুষ্ঠান, মেলা, দুর্গা পূজা, ঈদের অনুষ্ঠান করেন, কিন্তু সারা দেশ কে একসাথে নিয়ে বছরে একটি কনফারেন্স করা যুক্তরাজ্যে এই প্রথম।


UKBC aims হলো, সবাই মিলে বছরে একবার একজোট হয়ে কিছু করা। বিভিন্ন  একক "আমি" থেকে একটা বড়ো "আমরা" তে পরিণত হওয়া।
UKBC will create a "Joint community platform" where all communities will be working together and will provide their best professional, and administrative skills এবং to contribute to the Bengali culture and traditions for the Bengali Diaspora in the UK.

১০) *এককথায় UKBC Concept*?

UKBC Olympics এর মতো একটা Event, or an annual conference বছরে একবার। Olympics এ যেমন, প্রতিটি দেশ চার-বছরে একবার তাদের সেরা কিছু খেলা প্রদর্শন করেন, এখানে সেটাই  UK র, বাঙালী রা, বছরে একবার বাংলা সংস্কৃতি ওপর তাঁদের সেরা কিছু সবাইকে উপহার দেবেন।


Olympics যেমন নানা শহরে অনুষ্ঠিত হয়, UKBC ও তাই।

১১) *UKBC র timeline*:

Idea concived - ৭ ফেব্রূয়ারি ২০১৮

Application submitted: ১ মার্চ ২০১৯

Approved registration: ২১ শে অক্টোবর ২০১৯

Curtain raiser: ১৯, ২০ সেপ্টেম্বর ২০২০

First Event: ২৫, ২৬ সেপ্টেম্বর ২০২১

Second Event: ২৭, ২৮ অগাস্ট ২০২২

Third Event: ৯, ১০ সেপ্টেম্বর ২০২৩

১২) *২০২০ তে COVID সময় কি UKBC অনুষ্ঠিত হয়েছিল*?

৫৪ টি বাঙ্গলী সংস্থা একসাথে মিলে  ১৯শে এবং ২০ শে ২০২০ সেপ্টেম্বর তে , virtual curtain raise এ অংশগ্রহণ করেছে।  যেখানে শনিবার, রবিবার  দু-দিন ধরে,  নাচ/গান/ডিবেট / ফিল্ম-স্ক্রীনিং/ কবিতা-পাঠ/নাটক / আলোচনা -- সব এক-সাথে অনুষ্ঠিত হয়েছে। Virtual curtain raising UKBC র প্রধান আকর্ষণ ছিল  বাঙালী  - কমিউনিটি, প্রতিটি কমিউনিটি ই UKBC র CO - HOST, এবং সবার সংঘঠিত, একত্রিত প্রচেষ্টায় UK তে, ৫৪ টি বাঙালী সংস্থা কে নিয়ে এই বাঙালী -অলিম্পিক্স টি সম্পন্ন হয়েছে।

১৩) *২০২১ তে  POST - COVID এর সময় কি UKBC অনুষ্ঠিত হয়েছিল*?

৭০ টি বাঙ্গলী সংস্থা একসাথে মিলে  ২৫, ২৬ সেপ্টেম্বর ২০২১ তে ক্যামব্রিজের একটি সেকেন্ডারি কলেজে  শনিবার, রবিবার  দু-দিন ধরে,  নাচ/গান/ডিবেট / ফিল্ম-স্ক্রীনিং/ কবিতা-পাঠ/নাটক / আলোচনা -- সব এক-সাথে অনুষ্ঠিত হয়েছে। ২০২১ এও UKBC র প্রধান আকর্ষণ ছিল  বাঙালী  - কমিউনিটি, প্রতিটি কমিউনিটি ই UKBC র CO - HOST, এবং সবার সংঘঠিত, একত্রিত প্রচেষ্টায় UK তে, ৭০ টি বাঙালী সংস্থা কে নিয়ে এই বাঙালী -অলিম্পিক্স টি সম্পন্ন হয়েছে।

১৪) *UKBC কি শুধু UK র বাঙালী কমিউনিটি  কে নিয়ে ই কাজ করবে, অথবা ভবিষ্যতে, পশ্চিমবঙ্গ, ভারত এবং বাংলাদেশের বিখ্যাত শিল্পী লেখক কবি মানুষ রাও আসবেন*?

UKBC তহবিল অনুযায়ী দু-দিকেই সমতা বজায় রেখে কাজ করবে। UK র লোকাল শিল্পী দের সাথে, overseas guest artists, writers, sportsperson দের কেও আনার চেষ্টা করবে। 


১৫) *UKBC র উপার্জন কি ভাবে হয়*?  

UKBC একটি  নতুন চ্যারিটি। UKBC র তহবিল পাবলিকের কাছে time-to-time পাবলিশ করা হয়।

UKBC র তহবিল মূলতঃ আসে:

(i )  স্পনসরশিপ থেকে
(ii ) টিকেটের পয়সা থেকে
(iii) স্টলের ভাড়া থেকে
(iv)  local Govt. funding থেকে
(v) মেম্বারশিপ থেকে

১৬) *UKBC র Membership এর Link টি কি*?

https://tinyurl.com/UKBCMembership

UKBC annual membership:
£5 adult
£3 children up to 18 yrs

 

 

১৭)  *UKBC র Membrship এর কোনও সুবিধা আছে কি*?

 

  UKBC র সাথে members দের এক বন্ধন তৈরী হবে, UKBC র fund raise করতে members রা directly সাহায্য করবে। UKBC টিকেট কাটার সময়ও, membership কে মাথায় রেখে future planning করা হবে। 

১৮) *UKBC তে, individually যোগদান করার উপায়গুলি কি কি* ?

(i )  আপনি UKBC র স্পনসর হতে পারেন।  
(ii ) আপনি টিকেটের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে পারেন।  
(iii) আপনি UKBC ষ্টল নিতে পারেন।
(iv) আপনি মেম্বারশিপ এর মাধ্যমে UKBC র সাথে যুক্ত থাকতে পারেন।
(v)  আপনি ভলান্টিয়ার হিসেবে UKBC র সাথে যুক্ত থাকতে পারেন এবং UKBC র events এ, actively and digitally যোগদান করতে পারেন।
(vi) আপনি UKBC র সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
(Vii) আপনি UKBC র discussion panels এ, বক্তা হিসেবে যোগ দিতে পারেন।

১৯) *UKBC তে, আপনার organisations অর্থাৎ, বাঙালি দলগুলি কি কি ভাবে যোগদান করতে পারে*?

যে কোনও বাংলা সাংস্কৃতিক দল CO-HOST হতে পারে with a small donations.

 

£50 Donations towards UKBC - Small income group, Organisations with £০ থেকে £১০,০০০ annually

£75 Donations towards UKBC - Medium income group, Organisations with £১০,০০০ থেকে £৫০,০০০ annually

£100 Donations towards UKBC - Big income group,  Organisations with £৫০,০০০ থেকে £১০০,০০০ annually

 

২০) *UKBC র ভবিষ্যত in long run*?

UK র সাথে সাথে আমরা ইউরোপের বিভিন্ন বাঙ্গালী সংস্থার সাথেও কথা বলছি, সবাই উৎসাহিত।  এই উৎসাহ ই আমাদের পরবর্তী ধাপের জন্য প্রেরণা।

২০২৩ শে লন্ডন, ২০২৪ শে স্কটল্যান্ড, এবং ২০২৫ শে ওয়েলস এ UKBC অনুষ্ঠানের কথা -বার্তা হয়েছে, এবং ২০২৬ শে ইউরোপের কোনো শহরে UKBC অনুষ্ঠিত করার ইচ্ছে আছে।

২১) *UKBC কি ট্রাস্টি আছেন*?

চ্যারিটি বানানোর জন্য কয়েকজন যুক্ত আছেন,  কিন্তু UKBC র বিভিন্ন Working Teams and Groups গুলি বিশিষ্ট মানুষ জন এবং ভলান্টিয়ার্স রাই চালান। 

 

 

২২) *UKBC র Trustees দের main Responsibilities কি*?

UKBC ট্রাস্টি বোর্ড mainly charity governance দেখবে।   The main responsibilities of the Trustees are (1) governance, (2) fundraising, (3) compliance handling, (4) policy and SOP making, (5) networking, (6) risk assessment, and (7) community engagement and (8) managing the budget. 

 

 
২৩) *ট্রাস্টি ছাড়া অন্যান্য Leading Positions*?

UKBC তে 30 টি Working Committees আছে। Working Committees এ UK র অনেক গুণী, মানী, এবং অভিজ্ঞ মানুষ প্রত্যক্ষ ভাবে UKBC র projects সামলানোর জন্য কাজ করেন। তাঁদের প্রত্যেকের নাম UKBC র website এ উল্লেখ করা হয়েছে। UKBC র  Working Committee গুলির গুণী মানুষরাই আসল মানুষ, যারা UKBC র events গুলি কে সার্থক ভাবে পরিচালনা করেন। CoHosts এবং Working Committee গুলিই UKBC র  পরিচালক। 

 

*প্রতিবছর, Host City র লোকাল গুণী মানুষ, National Level এর গুণী মানুষের সাথে, একত্রিত হয়ে Working Committees বানায়*। 

Host City র লোকাল ভলান্টিয়ার্স রা National Level এর, experienced members সাথে প্রতিবছর মিলে-মিশে নতুন করে, Working Committee নতুন করে বানান। 

Every year the team is refreshed with new locals along with the existing old members who support the UKBC event with their knowledge, skills, and experience.

 

২৪) *UKBC র কি কোনো ম্যাগাজিন /পত্রিকা আছে*?

অঙ্গন নামে  UKBC র  একটি পত্রিকা ছাপানো হয় প্রতি বছর।

২৫) *UKBC র কি কোনো ওয়েবসাইট আছে*? 

UKBC র একটি ওয়েবসাইট আছে, এবং সেটি হলো  https://www.ukbc.info/


২৬) *UKBC র email address কি* ?
 
UKBC2020@gmail.com

২৭) *UKBC তে কেউ donation দিতে চাইলে কোথায় দেবে? UKBC র Bank details কি*?

Bank name: Metro Bank

Sort Code - 23-05-80
Account No - 38129414

২৮) *UKBC র সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কোথায় প্রশ্ন করবো*?

Email and Social Media তে UKBC কে কন্টাক্ট করা যেতে পারে।  

UKBC র Email হলো: UKBC2020@gmail.com

UKBC র  Facebook Account: United Kingdom Bengali Convention (UKBC SHOWCASE)

২৯) *UKBC র UPDATES আমি কিভাবে পেতে পারি*?

UKBC র ওয়েবসাইট থেকে এবং UKBC র social media page গুলি থেকে।

৩০) *UKBC র social media page গুলি তে পোস্ট করতে চাইলে কার সাথে যোগাযোগ করবো*?

UKBC র social media র admin দের যোগাযোগ করা যেতে পারে অথবা email করা যেতে পারে।

৩১) *UKBC তে কে কে join করতে পারবে*?

এক কথায় সবাই।

৩২) *UKBC তে join করে কি কি ভাবে সক্রিয় থাকা যায়*?

১) টিকিট কেটে দর্শক হিসেবে
২) Co-Host হিসেবে
৩) Sponsor হিসেবে
৪)  Stall এর বিক্রেতা হিসেবে
৫) অনুষ্ঠানে সক্রিয় ভাবে গায়ক, নৃত্যশিল্পী অথবা অভিনেতা/অভিনেত্রী হিসেবে অংশ নিয়ে
৬) শিশু শিল্পী হিসেবে
৭) আলোচনা, সাক্ষাৎকার পরিচালনা করার জন্য
৮) আলোচনা, সাক্ষাৎকারের সময় প্রশ্নোত্তরে অংশগ্রহণ করে
৯) UKBC র যেকোনো বিচিত্রানুষ্টানে অংশগ্রহণ করে
১০) UKBC র যে কোন Team এর নেতৃস্থানীয় অথবা স্বেচ্ছাসেবক হিসেবে
১১) UKBC র সক্রিয় স্থানীয় শহরের স্বেচ্ছাসেবক হিসেবে
১২) UKBC র award function এ কাউকে মনোনয়ন করে

৩৩) *UKBC র Co-Host কি ভাবে হওয়া যায়? UKBC র Co-Host দের কি কি benefits দেওয়া হয়*?

১) ৫০/ অথবা ৭৫/ অথবা ১০০ পাউন্ডের অনুদানে যেকোনো একটি সংস্থা UKBC র Co-Host হতে পারে ( ১৯ নম্বর প্রশ্নটি দেখুন)।
২) এর বিনিময়ে Co-Host দের নাম এবং Logo, UKBC র ওয়েবসাইটে, পোস্টারে, ফেসবুকে প্রমোশন করা হয়।
৩) Co-Host সংস্থা টির UK র National Level এ পরিচিতি এবং অন্যান্য সংস্থা দের সাথেও networking র অবকাশ ঘটে।
৪) Co-Host সংস্থা টির প্রতিটি members দের, UKBC র অন্যান্য Trustees এবং Working Committee Members দের মতোই টিকেট কেটে অনুষ্ঠানে আসেন।

৫) Co-Host সংস্থা টির প্রতিটি members দের, UKBC র অন্যান্য Trustees এবং Working Committee Members দের মতোই UKBC protocols অনুযায়ী যে কোনো অনুষ্ঠানে যোগদান করার একই সুযোগ থাকে।

৬) Co-Host সংস্থা গুলি সারা বছর তাদের নিজস্ব যে যে activities, curriculums, events চালায়, তার সাথে UKBC annual convention এর কোনো বিরোধিতা নেই, বরং UKBC এই সংস্থা গুলির একে -অন্যের সাথে নেটওয়ার্কিং বানাতে সাহায্য করে।
৭)  Co-Hosting the event like UKBC, brings the local groups to a greater picture and it makes a bigger teamwork overall. This output will help any small or big group for their funding application, as the net result would be a shared work.
৮) UKBC is also a great place to gain experiences, which finally helps to run their own groups. The Co-Hosts are our mini-sponsors.

 

 

৩৪) *UKBC র অনুষ্ঠান এ কি আমাকে টিকিট কাটতে হবে*?

 

*Everyone needs to buy a ticket unless the tickets are offered as part of a sponsorship package or as an invited guest*. 

 

 

নমস্কার

হয়ে যাক আমি থেকে আমরা, চলো করে দেখাই।

bottom of page